বিশিষ্ট শিল্পপতি ও দানবীর আবু-কালাম এর জন্মদিন আজ

ব্রাহ্মণবাড়িয়া, 2 August 2021, 534 বার পড়া হয়েছে,
কোহিনূর আক্তার প্রিয়া : বিশিষ্ট শিল্পপতি ও দানবীর আবুল কালাম আজাদ এর ৬৪ তম শুভ জন্মদিন আজ।
১৯৫৭ সালের এই দিনে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে তিনি জন্ম গ্রহণ করেন।
শৈশব-কৈশোর তার ব্রাহ্মণবাড়িয়ায় কাটলেও বর্তমানে ব্যবসার সুবাদে তিনি ঢাকায় অবস্থান করছেন।
ব্যক্তিগত জীবনে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা’র মেয়ে মানোয়ারা মনু’কে বিয়ে করেন আবুল কালাম আজাদ। কালাম মানোয়ারা দম্পতির আমিনুর রহমার চয়ন (বাবু) ও সাবিকুন্নাহার মৌ নামে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
সোমবার (২ আগস্ট) দিবাগত রাত ১২ টার পর থেকেই আত্বীয়-স্বজন, বন্ধু-বান্ধব, গুণগ্রাহী’সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষকে জনপ্রিয় সামাজিক যোগাযোগের মাধ্যম ‘ফেইসবুকে’র ওয়ালে তার বিভিন্ন ছবিসহ ‘শুভ জন্মদিন’ এর ‘অভিনন্দন’ ও ‘শুভেচ্ছা বাণী’ শোভা পেতে দেখা যায়।