ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিক্সায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া, 17 July 2022, 146 বার পড়া হয়েছে,

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাটারি চালিত অটোরিক্সার চাকায় ওড়না পেঁচিয়ে শাম্মী আক্তার (২২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রোববার (১৭ জুলাই) সন্ধ্যায় জেলা শহরের পুনিয়াউট-উলচাপাড়া সড়কের নয়নপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাম্মী আক্তার জেলা শহরের কাউতুলী এলাকার কালন মিয়ার মেয়ে ও পশ্চিম পাইকপাড়ার হৃদয় মিয়ার স্ত্রী।

হাসপাতাল ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, সন্ধ্যায় শাম্মী তার স্বামীর বাড়ী জেলা শহরের পশ্চিম পাইকপাড়া থেকে ব্যাটারি চালিত অটোরিক্সায় সদর উপজেলার রামরাইল ইউনিয়নের উলচাপাড়া এলাকায় যাচ্ছিলেন। পথিমধ্যে নয়নপুর নামক স্থানে চলন্ত অটোরিক্সায় তার ওড়না পেঁচিয়ে যায়। এতে সে অটোরিক্সা থেকে সড়কে ছিটকে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসে। সেখানে কত্যর্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক আরিফুজ্জামান হিমেল বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই রোগীটি মারা যায়। তাকে আমরা ইসিজি পরীক্ষা করে মৃত ঘোষনা করেছি। তার গলায় ফাঁস দেয়ার মত চিহ্ন পাওয়া গেছে।