ফেসবুকে পিস্তলের ছবি পোস্ট, যুবক আটক

অপরাধ, ব্রাহ্মণবাড়িয়া, 19 July 2021, 643 বার পড়া হয়েছে,

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিদেশি পিস্তলের ছবি পোস্ট করে আটক হয়েছেন মনির খান সবুর নামে এক যুবক। শনিবার তাকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বগডহর গ্রাম থেকে আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মনির খান সবুর তার এলাকায় ‘উগ্র’ হিসেবে পরিচিত। তিনি প্রায়ই ফেসবুকে বিভিন্ন ধরনের বিদেশি আগ্নেয়াস্ত্রের ছবি পোস্ট করেন। এ নিয়ে স্থানীয়দের মধ্যে ভীতি কাজ করত। শনিবার বিষয়টি পুলিশকে জানানোর পর পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

নবীনগর থানার ওসি আমিনুর রশীদ বিষয়টি নিশ্চিত করে বলেন, তাকে আটকের সময় সঙ্গে কিছু পাওয়া যায়নি। আটকের পর তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি জানান, গুগল থেকে সার্চ করে ওইসব বিদেশি অস্ত্রের ছবি তিনি ফেসবুকে দেন।

তিনি আরও বলেন, সবুরের স্বভাব-চরিত্র খারাপ। সে ফেসবুকে আগ্নেয়াস্ত্রের ছবি দিয়ে জনমনে আতঙ্ক ছড়িয়েছে। রোববার তাকে আদালতে পাঠানো হবে।