বিনোদন ডেস্ক : মাদক মামলায় গ্রেপ্তারের পর বেশ ঝড় বয়ে গেছে পরীমণির উপর দিয়ে। ১০ অক্টোবর স্থায়ী জামিন পেয়েছেন তিনি। এবার ফিরতে যাচ্ছেন শুটিংয়েও। গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনিন’ সিনেমার মাধ্যমে কাজে ফিরতে যাচ্ছেন পরী। এই সিনেমায় তার বিপরীতে রয়েছেন শরিফুল রাজ।
১৫ অক্টোবর থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলায় সিনেমাটির শুটিং শুরু হচ্ছে। অংশ নিতে সোমবার (১১ অক্টোবর) ঢাকা ছেড়েছে ‘গুনিন’ টিম। তবে শুটিং এলাকায় ভীড় এড়াতে ব্রাহ্মণবাড়িয়া কোথায় শুটিং হবে তা গোপন রাখা হয়েছে।
রাজ জানিয়েছেন, ব্রাহ্মণবাড়িয়াতে দিন সাতেক শুটিং করবেন তারা। ব্রাহ্মণবাড়িয়ার ছেলে রাজ বলেন, এবারই প্রথম নিজের এলাকায় শুটিং করবো। অন্যরকম ভালো লাগা কাজ করছে।
জনপ্রিয় কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের গল্প অবলম্বনে ‘গুনিন’ নির্মিত হচ্ছে। তিনমাস আগে এতে কাজের জন্য যুক্ত হয়েছেন রাজ। পরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কবলে পড়ে তার সবকিছু এলোমেলো হয়ে যায়। তবে রাজ এখন পুরোপুরি সুস্থ। রাজ বললেন, নতুন করে আবার সবকিছু শুরু করছি। হাতে ব্যান্ডেজ ছিল। সেটাও খুলে ফেলেছি। শরীরের এখন সমস্যা নেই।
সিনেমায় রাজকে দেখা যাবে গ্রামের এক যুবকের চরিত্র। চরিত্রটির রহস্য রেখেই তিনি বলেন, আগে জানাতে চাই না। কৌতূহল থাকুক। তবে এই চরিত্রটির জন্য অল্প কিছুদিন আমাকে ৯ কেজি ওজন কমাতে হয়েছে। গ্রামের মানুষদের যেমনটা দেখা যায়।
গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘আজ ভোর ৪টায় উঠে থেকে শুটিং শুরু করেছি। কোনো ঝামেলার মুখোমুখি এখনও হতে হয়নি।
সূত্র জানায়, পরীমণির শুটিংয়ের কারণে আগে থেকেই কিছু পদক্ষেপ নিয়েছে শুটিং সংশ্লিষ্টরা। শুটিং স্পটে ১০ জন পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর থাকায় উৎসুক জনগণ ভিড় জমাতে পারছে না। দূর থেকে শুটিং দেখতে হচ্ছে তাদের।