চাঁদাবাজ, মাদককারবারীদের সাথে জড়িতদের গ্রেফতারের দাবিতে কসবায় জামায়াতের বিক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়া, 27 September 2025, 109 বার পড়া হয়েছে,

অধ্যাপক শেখ কামাল উদ্দিন,বিশেষ প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সেক্রেটারি, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী আতাউর রহমান সরকার বলেন, কসবা- আখাউড়ার যুব সমাজকে ধ্বংস করতে তাদের হাতে যারা মাদক তুলে দিয়েছে, এ জনপদকে যারা সন্ত্রাসের জনপদে পরিণত করেছে তাদেরকে অবিলম্বে আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে।
তিনি আজ সকাল ৯টায় কসবা উপজেলা ও পৌরসভা জামায়াতের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও নায়েবে আমীর পীরজাদা শিবলী নোমানীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী কাজী ইয়াকুব আলী। বক্তব্য রাখেন পৌরসভা জামায়াতের আমীর হারুন অর রশিদ, কসবা উপজেলা সেক্রেটারি গোলাম সারওয়ার, সহকারী সেক্রেটারি এস এম আজাদ মানিক, পৌরসভার সহকারী সেক্রেটারি নুর মাজিদুল হক, কসবা উপজেলা শিবির সভাপতি সাইফুল্লাহ আল আরিফ প্রমুখ।

আতাউর রহমান সরকার বলেন, জুলাই সনদকে আইনগত মর্যাদা প্রদান ও পিআর পদ্ধতি চালু হলে দেশে নির্বাচনের নামে প্রহসন বন্ধ হবে এবং এদেশের মানুষের অধিকার নিশ্চিত হবে। ইনশাআল্লাহ।

বিক্ষোভ মিছিলটি কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে শুরু হয়ে পুরাতন বাজার ও নতুন বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ইসলামী ব্যাংকের সামনে সমাবেশে মিলিত হয়।