নবীনগরে তিতাস নদী দখল-দূষণের প্রতিবাদে নোঙরের মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়া, 9 April 2022, 201 বার পড়া হয়েছে,

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় তিতাস নদী দখল ও দূষণের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ এপ্রিল) বেলা ১১টায় নদী ও প্রাণ-প্রকৃতি সুরক্ষা সামাজিক সংগঠন ‘নোঙর’ এর নবীনগর উপজেলা কমিটির আয়োজনে পৌর এলাকার লঞ্চঘাট টার্মিনালে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সংগঠনের নবীনগর উপজেলা আহ্বায়ক সাংবাদিক মিঠু সূত্রধর পলাশের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন ‘নোঙর’ ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি শামীম আহমেদ, সাধারণ সম্পাদক খালেদা মুন্নি, নবীনগর প্রেসক্লাব সভাপতি জালাল উদ্দিন মনির, সাধারণ সম্পাদক সাইদুল আলম সোহরাব, সাংবাদিক মো. সোহেল আহাদ, নবীনগর উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মো. ইসাক, উপজেলা যুবলীগের সভাপতি শামস আলম, সাধারণ সম্পাদক আশ্রাফুল ইসলাম রিপন, উপজেলা সেচ্ছাসেবকলীগের আহবায়ক মো. সালাহউদ্দীন বাবু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল আল রোমান, সাধারণ সম্পাদক আব্দুল আল মামুন, উপজেলা নোঙরের সদস্য সচিব আব্দুল বাতেন সুমন, নোঙর কর্মী হাজিয়া বিনতে বাসেদ, নোঙর কর্মী সঞ্জয় শীল, নোঙর কর্মী ফরহাদ, নোঙর কর্মী আসাদুজ্জামান রিজভী, আওয়ামীলীগনেতা চান বাদসা, মো. নূরে আলম, বিএনপি নেতা মো. হুমায়ুন কবিরসহ এলাকার সুধী সমাজের নেতৃবৃন্দরা মানববন্ধনে উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা তিতাস নদী দখল ও দূষণকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা ও  নদীর সীমানা নির্ধারণ করার জোর দাবী জানান।