সুহিলপুর ইউনিয়ন বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া, 30 November 2024, 13 বার পড়া হয়েছে,

মো. আবদুল মতিন শিপন : ব্রাহ্মণবাড়িয়া ৩ নম্বর সুহিলপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। (৩০ নভেম্বর) শনিবার বিকেলে সুহিলপুর ইউনিয়নের গরুর বাজার ময়দানে সুহিলপুর ৩ নম্বর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নাসির উদ্দিন খন্দকারের সভাপতিত্বে এই ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জহিরুল ইসলাম চৌধুরী।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইঞ্জি. মো. আনোয়ার হোসেন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জি. মো. আলমগীর হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক জেলা বিএনপির সহ-কোষাধ্যক্ষ রাহিম উদ্দিন, সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জিয়া উদ্দিন মুন্সি আংগুর, বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী মো. আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির সদস্য মো. নিয়ামত খান, সাবেক জিএস ও সদস্য সদর উপজেলা বিএনপি সালাউদ্দিন আহমেদ, মো. আশিকুল সুমন, সদস্য সদর উপজেলা বিএনপি, আবুল কাশেম, সদস্য সদর উপজেলা বিএনপি, কাজি কে এম শাহারিয়ার টুটুল, সদস্য সদর উপজেলা বিএনপি, জাকির মুন্সি, সদস্য সদর উপজেলা বিএনপি, আব্দুর রউফ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সুহিলপুর ইউনিয়ন বিএনপি, বেলাল মোল্লা, যুগ্ম আহ্বায়ক, সুহিলপুর ইউনিয়ন বিএনপি, হাসমত খন্দকার, সহ-সাংগঠনিক সম্পাদক, জেলা যুবদল, আতিকুর রহমান রাশেদ, যুগ্ম আহ্বায়ক, সুহিলপুর ইউনিয়ন বিএনপি।

অনুষ্ঠানে সুহিলপুর ইউনিয়নের বিপুল সংখ্যক বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সর্বশেষ ২০০৯ সালে সুহিলপুর ৩ নম্বর ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। দীর্ঘদিন পর সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করে। ইউনিয়ন বিএনপির অন্তর্গত বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে সম্মেলনস্থলে জড়ো হন।
এ সময় ব্যক্তিরা তাদের বক্তব্যে বলেন, বিগত আওয়ামী স্বৈরশাসনামলে যারা অত্যাচার, নির্যাতন ও মামলা-হামলার শিকার হয়েছেন, তাদেরকে যেন নবনির্বাচিত কমিটিতে রাখা হয়। এছাড়াও আওয়ামী লীগের দোসর ও হাইব্রিড সুবিধাভোগী কেউ যেন কমিটিতে যোগ দিতে না পারে, সেদিকে লক্ষ্য রাখার আহ্বান জানান।

শেষে উপস্থিত বিএনপি নেতৃবৃন্দের ঐক্যমতের ভিত্তিতে আসন্ন সম্মেলনের ভিত্তিতে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠনের প্রস্তাব গৃহীত হয়।