ব্রাহ্মণবাড়িয়ায় হাঁস চুরির অপবাদে প্রতিবেশীর হামলা, এসএসসি পরীক্ষার্থী আহত

ব্রাহ্মণবাড়িয়া, 19 February 2024, 182 বার পড়া হয়েছে,
মোঃ নিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হাঁস চুরির অপবাদে প্রতিবেশীর হামলায় ময়না আক্তার (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী আহত হয়েছে। আহত ওই শিক্ষার্থীকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। সে সরাইল উপজেলার কালিকচ্ছ কলেজ পাড়া এলাকার আব্দুস সাত্তার মিয়ার মেয়ে। ময়না কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। এ ঘটনায় ৮ জনকে আসামী করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন আহত এসএসসি পরীক্ষার্থীর বড় বোন শাহীনুর বেগম।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রতিবেশী কবির মিয়ার সাথে শাহীনুর বেগমের পরিবারের দীর্ঘদিন ধরে পূর্ব বিরোধ চলে আসছে। এর জের ধরে কবির মিয়া ও তার পরিবারের লোকজন বিভিন্ন সময় শাহীনুরের পরিবারের লোকজনদের অকথ্য ভাষায় গালিগালাজ ও ঝগড়া করে হত্যার হুমকী দিয়ে থাকে। গত ১৭ ফেব্রুয়ারী সকালে শাহীনুরের বড় বোন বীনা বেগম ওই এলাকার সামছু মিয়ার স্ত্রী রেজিয়া বেগমের কাছ থেকে ১৬শ টাকা দিয়ে একটি চিনা হাঁস কিনে এনে রান্না করে। তবে ওইদিন বিকেলে প্রতিবেশী নেহারা বেগম তাদের একটি চিনা হাঁস চুরি হয়েছে বলে জানিয়ে শাহীনুরের বাড়িতে রান্না করা হাঁসটি তার বলে দাবী করেন এবং তাদেরকে অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করে। এ সময় ঘরে থাকা ময়না আক্তার বিষয়টি তার ভাইকে ফোনে জানালে, নেহারা বেগম, কবিরসহ আরো ৬ জন মিলে ময়নাকে তার বাড়ির উঠানে ফেলে লোহার রড দিয়ে মারধর করে গুরুতর আহত করে। পরে তার আত্মচিৎকারে বাড়ির লোকজন এসে তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে।
এ বিষয়ে পরীক্ষার্থী ময়না আক্তার বলেন, তাদের মারধরে আমি গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি ছিলাম। তবে পরীক্ষা থাকার কারণে আমাকে হাসপাতাল থেকে ফিরে আসতে হয়েছে। পরীক্ষা দিতে যাওয়ার সময় তারা ভয়—ভীতি দেখিয়ে থাকে। আমি এখন নিরপাত্তাহীনতায় ভুগছি সে সাথে মানসিকভাবে ভেঙ্গে পড়েছি।
অভিযোগকারী শাহীনুর বেগম বলেন, আমরা বাজার থেকে হাঁস কিনে এনে রান্না করেছি। কিন্তু তারা ওই হাঁসটি তাদের হারানো হাঁস দাবী করে ঝগড়ার সৃষ্টি করে। এ সময় তারা আমার এসএসসি পরীক্ষার্থী বোনের উপর হামলা করে আহত করে। আমি এর সুষ্ঠু বিচার চাই।
তদন্তকারী কর্মকর্তা সরাইল থানার উপ পরিদর্শক মোঃ আনোয়র হোসেন বলেন, লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। উভয় পক্ষকে থানায় আসার জন্য বলা হয়েছে।
এ বিষয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এমরান হোসাইন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।