শেখ মো. কামাল উদ্দিন,কসবা : ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা পৌর সদরে অবস্থিত ঐতিহ্যবাহী আড়াইবাড়ী দরবার শরীফের মরহুম পীরে কামেল আবু ছাঈদ আছগর আহমাদ আল কাদেরী (রহ:) এর ৮৫তম ইছালে ছাওয়াব মাহফিল শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুর ১২টা থেকে শুরু হবে। আড়াইবাড়ী দরবার শরীফের মাহফিল পরিচালনা কমিটির সভাপতি হযরত মাওলানা পীরজাদা এবিএম গোলাম কিবরিয়া সাঈদী সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি প্রধান অতিথির আসন অলংকৃত করবেন।
মাহফিলে দরবার শরীফের গদ্দিনেশিন পীর হযরত মাওলানা মোহাম্মদ গোলাম খাবীর সাঈদী, সাইয়েদ কামাল উদ্দিন আবদুল্লাহ জাফরী, ড. লুৎফুর রহমান, মাওলানা আহমাদ আলী, আবদুল কাইয়ুম মিয়াজী, ড. ওসমান গণি৷ হাফেজ ওমর ফারুক, পীরজাদা গোলাম কবির সাঈদী, ড. আজম কুতুবুল ইসলাম নোমানী, মাওলানা এম হাসিবুর রহমান, মাওলানা মিজানুর রহমান আতিকী, হাফেজ শাফাকাত মো. গোলাম সোবহানী সাঈদী ওয়াজ করবেন। এছাড়াও দেশ বরেণ্য উলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন।
দরবার শরীফের গদ্দিনেশীন পীর হযরত মাওলানা মোহাম্মদ গোলাম খাবীর সাঈদী জানান, মাহফিল এর সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে দেশ-বিদেশ হতে দরবার শরীফের মুরিদান ও দ্বীনদার মুসল্লীগণ মাহফিল এর উদ্দেশে আসা শুরু করেছেন। মাহফিলে দেশ ও জাতীর মঙ্গল কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হবে।