শিখাইয়া বুঝাইয়া মোরে’ কেন দিলা এত জ্বালা
প্রেম না করে ‘ছিলাম গো অনেক বালা (১)
আমি তো জানতাম না রে প্রেম
‘শিখাইলা আমারে
এত দুঃখ দিলা তুমি কেন ‘অভাগীর অন্তরে
থাকো তুমি কার বাসরে ‘কার বলে পরা ও মালা (২) আমিতো জানতাম না রে বন্ধু ‘করিবা মন অবশেষে বানাইলা পাগলের মতন
তুমি ছাড়া শূন্য জীবন
বুঝলা নারে শ্যাম কালা (৩)
চটিপাড়ার মিজান সরকার
‘তোমার সুগে রুগী-তুমি বন্ধু সুখে থাক’মরি এই ভাগি
বুকে লইয়া তোমার ছবি যাইতাছে জীবন বেলা।