ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুদিন পর শিশুর মরদেহ উদ্ধার, ২ কিশোর আটক

ব্রাহ্মণবাড়িয়া, 3 March 2023, 83 বার পড়া হয়েছে,
আদিত্ব্য কামাল : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নিখোঁজের দুদিন পর রনি ওরফে ছোটন (৬) নামের এক শিশু মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ মার্চ) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের কুলিকুন্ডা গ্রামের একটি পুকুর থেকে শিশুর মরদেহটি উদ্ধার করা হয়।
ছোটন সদর ইউনিয়নের ওই গ্রামের প্রবাসী মোঃ আব্দুল হাই ভূঁইয়ার ছেলে। এ ঘটনায় দুই কিশোরকে আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ২৮ ফেব্রুয়ারি বিকেলে রনি ওরফে ছোটন মোবাইল নিয়ে বাড়ির বাইরে খেলা করছিল। এসময় মোবাইল ফোনে ইন্টারনেট প্যাকেজ চালু করে দেওয়ার কথা বলে প্রতিবেশী শাহ আলমের ছেলে রিফাত, লিটন ও ইয়াছিন ফুঁসলিয়ে ছোটনকে সঙ্গে করে নিয়ে যায়। তারা শিশু ছোটনকে পাশের দাঁতমণ্ডল গ্রামের ওরশে নিয়ে যায়। সন্ধ্যায় স্বজনরা ছোটনকে না পেয়ে মোবাইলে ফোন দিলে রিফাত ফোনটি রিসিভ করার পর বন্ধ করে দেয়।

এই ঘটনায় রনির মা সুলেমা বেগম বাদী হয়ে নাসিরনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এ বিষয়ে জানতে চাইলে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.হাবিবুল্লাহ সরকার জানান, এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। আরেকজনকে আটকের চেষ্টা চলছে। তবে কী কারণে শিশুটিকে হত্যা করা হয়েছে সেটি জানতে তাদের জিজ্ঞাসাবাদ চলছে।