বাঞ্ছারামপুরে কাভার্ডভ্যান চাপায় গৃহবধূ নিহত

ব্রাহ্মণবাড়িয়া, 18 November 2022, 82 বার পড়া হয়েছে,
নিউজ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় কাভার্ডভ্যান চাপায় রিকশা আরোহী শিউলী আক্তার (২৪) নামে গৃহবধূ নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার বাঞ্ছারামপুর-ঝগড়ারচর জামতলি রোডে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিউলী উপজেলার বুধাইরকান্দি গ্রামের প্রবাসী আবুল কালামের স্ত্রী।

বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানান, ওই নারী উপজেলা সদর থেকে রিকশায় যোগে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে একটি কাভার্ডভ্যান রিকশাটিকে চাপা দেয়৷ এতে ঘটনাস্থলেই রিকশায় থাকা নারী আহত হয়ে মারা যান। পুলিশ খবর পেয়ে কাভার্ডটিকে আটক করে। তবে এর চালক পালিয়ে যায়। মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।