চির নিদ্রায় শায়িত হলেন লেঃ কর্ণেল (অবঃ) দিলওয়ার হোসেন পাটওয়ারী 

সারাদেশ, 1 October 2022, 133 বার পড়া হয়েছে,
মোঃ রুহুল আমিন: চাঁদপুরের শাহরাস্তি পৌরসভার ৪ নং ওয়ার্ডের ঐতিহাসিক নাওড়া পাটওয়ারী বাড়ির কৃর্তি সন্তান লে. কর্ণেল (অবঃ) দিলওয়ার হোসেন পাটওয়ারী (৮৩) চির নিদ্রায় শায়িত হন। ৩০ সেপ্টেম্বর শুক্রবার দিবাগত রাত ২:১৫ ঘটিকায় ঢাকাস্থ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন -এ তিনি দীর্ঘ রোগভোগ শেষে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না-লিল্লাহে ………. রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দীদার হোসন নামের ১ ছেলে ও দিলশাদ হোসেন নামের ১ মেয়ে সহ বহু গুনগ্রাহী রেখে যান।
উল্লখ্য, মরহুম দিলওয়ার হোসেন ১৯৮১ সালে বাংলাদেশ সেনাবাহিনীর লে. কর্ণেল পদ হতে অবসর গ্রহন করেন। অবসর গ্রহনের পর তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা বেইস এর পরিচালক হিসাবে ১৯৮২ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। তারপর থেকে তিনি অবসর জীবন-যাপন করে আসছেন।
প্রসঙ্গত উল্লেখ্য যে, মরহুম লে. কর্ণেল দিলওয়ার হোসেন ঐতিহাসিক নাওড়া পাটওয়ারী বাড়ির বর্তমান (শাহরাস্তি-হাজীগঞ্জ) চাঁদপুর -৫ আসনের মাননীয় সাংসদ মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তমের ভাতীজা।
আজ ১ অক্টোবর শনিবার বাদ আছর নামাজের পর নাওড়া জামে মসজিদ সংলগ্ন ঈদগাঁ মাঠে জানাযা শেষে মরহুম লে. কর্ণেল (অবঃ) দিলওয়ার হোসেন পাটওয়ারীকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। উক্ত জানাযায় শাহরাস্তি পৌরসভার মেয়র হাজী আবদুল লতিফ, দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির শাহরাস্তি উপজেলার সভাপতি মনিরুজ্জান মনির, বীর মুক্তিযোদ্ধা মহসীন মজুমদার, মোঃ আবদুল মান্নান, পরিচালক, শাহরাস্তি পরিবার উন্নয়ন সংস্থা, স্থানীয় ওয়ার্ড কমিশনার মোঃ সাহাব উদ্দীন, ব্যাংকার বাহার মাহমুদ পাটওয়ারী, মেহার উত্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক পাটওয়ারী, সাবেক প্রধান শিক্ষক আবুল বাসার পাঠান, সাবেক শিক্ষক সিদ্দিকুর রহমান পাঠান,সরকারি কর্মকর্তা খলিলুর রহমান পাটওয়ারী, মাওলানা আবুল খায়ের, মাওলানা শহীদুল্লাহ সহ বহু স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত জানাযার নামাজে ইমামতি করেন নাওড়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা শোয়াইব আহমেদ।