সরাইলে দেশীয় অস্ত্র, ইয়াবা ও ৬টি ফোনসেট সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া, 3 March 2022, 229 বার পড়া হয়েছে,

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল এমরান (৩৭) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এমরান উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের বাড়ইজীবি পাড়ার আ: কাদের মিয়ার ছেলে। বৃহস্পতিবার দুপুরের দিকে ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে। এসময় তার কাছ থেকে দেশীয় অস্ত্র, ৩৬৬ পিছ ইয়াবা ও ৬টি মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় একাধিক সূত্র জানায়, বেলা দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে মাদক ব্যবসায়ি এমরানের ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ। পুলিশ এমরানকে গ্রেপ্তার করে। পরে তল্লাশি চালিয়ে একটি সুইস গিয়ার, ৬টি মুঠোফোন সেট, ৩৬৬ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির ২৭হাজার ৫০০ টাকা উদ্ধার করেন।

সরাইল থানার অফিসার ইনচার্জ মো. আসলাম হোসেন বলেন, হয় মাদক থাকবে নতুবা আমি থাকব। এই লক্ষেই মাদক নিয়ে কাজ করছি। এমরান শুধু মাদক কারবারি নয়। তার বিরূদ্ধে রয়েছে অপহরণ ও সন্ত্রাসী কর্মকান্ডের জন্য বিশেষ ক্ষমতা আইনের একাধিক মামলা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরো একটি মামলা হচ্ছে।