মো. রুবেল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে জাতীয় বীমা দিবস ২০২২ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ১মার্চ ২০২২খ্রিঃ, মঙ্গলবার সকাল ১১ ঘটিকার সময় “বীমা সুরক্ষিত থাকলে, এগিয়ে যাব সবাই মিলে” স্লোগানকে সামনে রেখে সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিক উদ্দিন ঠাকুরের নেতৃত্বে একটি র্যালি বের হয়ে উপজেলার সদর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।এ সময় র্যালিতে অংশগ্রহণ করেন ন্যাশনাল লাইফ ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিঃ এর
সরাইল-নাসিরনগরের চীফ জোনাল ম্যানেজার সুদীপ দও তনু, বীমা কর্মকর্তা, কর্মচারী, কর্মী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। র্যালিটি উপজেলা চত্ত্বরে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনু্ষ্ঠিত সভাটি পরিচালনা করেন সরাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালেদ জামিল খান।উক্ত অনু্ষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিক উদ্দিন ঠাকুর।
এছাড়াও এ সময় সভায় বক্তব্য রাখেন, সরাইল-নাসিরনগর ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর চীফ জোনাল ম্যানেজার সুদীপ দও তনু, সরাইল পাইলট সরাকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও সাংবাদিক মোঃ আয়ুইব খান, সরাইল উপজেলা রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ তাসলিম উদ্দিন, সরাইল উপজেলা ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর সহকারী জোন ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন, অরুয়াইল অফিসের জোন ইনচার্জ মোঃ দেলোয়ার, পাকশিমুল অফিসের জুর বানু প্রমুখ।