ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে চেয়ারম্যান পদে বিজয়ী যারা

ব্রাহ্মণবাড়িয়া, 31 January 2022, 317 বার পড়া হয়েছে,
নিজস্ব প্রতিবেদক : উৎসবমুখর পরিবেশে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটারগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিজয়ী হলেন যারা: নাটঘর- মো. আকতারুজ্জামান (মোটর সাইকেল), শিবপুর- এম আর মজিব (আনারস), বিটঘর- মেহেদী জাফর (নৌকা), কাইতলা (দক্ষিণ)- শওকত আলী (নৌকা), বড়াইল- জাহির হোসেন (নৌকা), কৃষ্ণনগর- আমজাদ হোসেন (চশমা), বিদ্যাকূট- জাকারুল হক (নৌকা)।