মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লার সীমান্ত এলাকা থেকে চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত প্রায় ১১০ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ব্যাটালিয়ন বিজিবি-৬০। এসব পণ্যের মধ্যে রয়েছে মাদকদ্রব্য ছাড়াও শাড়ি, থ্রিপিস, মোবাইল ফোনের ডিসপ্লে, কসমেটিকস, ওষুধসহ বিভিন্ন ভারতীয় পণ্য।
গতকাল বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভোরে কুমিল্লা’র বুড়িচং উপজেলার সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে প্রায় ৫ কোটি ৭০ লাখ টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করে বিজিবি-৬০ ব্যাটালিয়ন।
ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর বিজিবি- ৬০ ব্যাটালিয়ন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার কিছু অংশ, কসবা উপজেলা, কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলা সীমান্তের দায়িত্বে রয়েছেন। গত ১০ মাসে ওইসব সীমান্ত থেকে ১৩০ জনকে আটক করা হয়।
বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমান জানান, কুমিল্লা’র বুড়িচং সীমান্ত এলাকা থেকে এক কোটি ১৯ লাখ ৯১ হাজার টাকার ভারতীয় শাড়ি ও থ্রিপিস এবং চার কোটি ৫০ লাখ ৮০ হাজার টাকার মূল্যের ভারতীয় চশমা জব্দ করা হয়। উদ্ধার করা মালামাল কুমিল্লা কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
তিনি আরো বলেন, সীমান্তে এখন মানব পাচার একদমই হয় না। যেসব চোরাচালান পণ্য আসছে সেগুলো বিজিবির হাতে ধরা পড়ছে। ১০ মাসে ১১০ কোটি টাকা চোরাচালান পণ্য জব্দ করতে সক্ষম হয়েছে বিজিবি-৬০ ব্যাটালিয়ন। সীমান্তে চোরাচালান রোধে বিজিবি’র এমন অভিযান অব্যাহত থাকবে।