মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : প্রণোদনার আওতায় কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে চলতি রবি মৌসুমে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
সদর উপজেলার ১১ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার ১৩ শ জন কৃষকের মাঝ এ সব সার ও বীজ বিতরণ করা হয়। বৃহষ্পতিবার (২৩ অক্টোবর) সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে সার, বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মোঃ ইশতিয়াক ভূইয়া।
এ সময় সদর উপজেলা কৃষি কর্মকর্তা শাহানা বেগম ছাড়াও বিভিন্ন ব্যাংকের সুপার ভাইজারগন উপস্থিত ছিলেন। পরে প্রতিজন কৃষককে ১ কেজি করে বারি সরিষা -১৪ জাতের বীজ ও জনপ্রতি ১০ কেজি করে এমওপি ও ডিওপি সার ৫ জন কৃষককে ৫ কেজি মসুরের বীজ দেয়া হয়।