মো. রুবেল মিয়া : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের কালিকচ্ছ ইউনিয়নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদৎ বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে মঙ্গলবার (১৫ই আগস্ট) বাদ আছর স্থানীয় প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আবু মুছা মৃধা ও প্রয়াত আবু আহাম্মদ মৃধার পরিবারের উদ্যোগে কালিকচ্ছ ইউনিয়নের সূর্য্যকান্দি আবু হুরাইরা (রাঃ) মাদ্রাসায় কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
স্থানীয় বীর মুক্তিযোদ্ধার সন্তান বজলু মৃধা সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধার সন্তান ও যুবলীগ নেতা আবু সাহাদাত মৃধা (রাসেল), উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক ও যুবলীগ নেতা আবু শাহরিয়ার মৃধা (শুভ), কালিকচ্ছ ইউনিয়ন জাতীয় শ্রমিকলীগের সভাপতি শেখ মুজিবুর রহমান ও সাধারন সম্পাদক সেলিম, স্বাধীনতা শিক্ষক পরিষদের নেতা শাহাগীর মৃধা, মৎস্যজীবী লীগের নেতা আল আমিন, কালিকচ্ছ ইউনিয়ন কৃষকলীগের সাবেক সাধারন সম্পাদক জাহাঙ্গীর মৃধা, নোয়াগাও ইউনিয়ন ছাত্রলীগ নেতা বাবু মুন্সি, নোয়াগাও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নেতা আজমল খা, কালীকচ্ছ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের প্রতিবন্ধী উন্নয়ন বিষয়ক সম্পাদক মুরাদ লস্কর প্রমুখ।
এছাড়াও উক্ত সভায় স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভাশেষে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।