ব্রাহ্মণবাড়িয়া আবাসিক হোটেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্টাফের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া, 8 October 2022, 102 বার পড়া হয়েছে,
নিউজ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ায় আবাসিক হোটেলের ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনির মিয়া (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ অক্টোবর) বেলা ১১টার দিকে জেলা শহরের রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত মনির মিয়া জেলার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের নোয়াগাও গ্রামের জাহের মিয়ার ছেলে। সে রেলওয়ে স্টেশনের পাশে আলিফ আবাসিক হোটেলে কাজ করতেন।

নিহত মনির মিয়ার চাচাত ভাই মফিজ মিয়া বলেন, দীর্ঘদিন ধরেই মনির জেলা শহরের রেলওয়ে স্টেশনের পাশে আলিফ আবাসিক হোটেলে কাজ করতেন। শুক্রবার সকালে মনির পানির ট্যাংকের পাইপ ঠিক করতে হোটেলের ছাদে উঠেন। ছাদ থেকে নামার সময় তার কাদে থাকা লোহার পাইপ ঝুলে থাকা বিদ্যুতের তারে অসর্তকতাবশত বিদ্যুৎপৃষ্ট হন মনির। পরে তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কত্যর্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহেতর লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।