আর কতটুকু ক্ষতি হলে আমরা শান্ত ও সভ্য হব

সোসাল মিডিয়া, 24 July 2021, 482 বার পড়া হয়েছে,

আর কতটুকু ক্ষতি হলে আমরা শান্ত ও সভ্য হব?! একদিকে করোনা মহামারীতে দ্রুত পজিটিভের সংখ্যা বাড়ছে, মানুষ জীবন বাচানোর তাগিদে হাসপাতালে ভীড় করছে, প্রতিদিন কত লোক মারা যাচ্ছে, অন্যদিকে লকডাউন উপেক্ষা করে নবীনগরে নৌকায় উচ্চস্বরে সাউণ্ডবক্স বাজিয়ে নৃত্য, মেয়েদের দেখলে শিস বাজানো, অশ্লীল অঙ্গভঙ্গী, বেপরোয়া যুবসমাজকে রুখতে ভ্রাম্যমাণ আদালতে তাদেরকে আটক করে শাস্তি প্রদান করা হল। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন অত্র উপজেলার নবযোগদানকৃত এসিল্যাণ্ড জনাব মোশারফ হোসেন। সব পিতা-মাতার প্রতি বিনীত অনুরোধ, আপনার সন্তান কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে? দয়া করে তার খোঁজ রাখুন। নিজের বিবেক জাগ্রত করুন। ঘরে থাকুন, সুস্থ থাকুন।

ইউএনও নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া এর ফেইসবুক থেকে।