নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া ভাদুঘরে রাষ্ট্রীয় স্বীকৃতি স্বরূপ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক একুশে স্বর্ণপদক প্রাপ্ত হাফেজ ক্বারী সৈয়দ মোহাম্মদ ছাইফুর রহমান নিজামী শাহ্ পীর সাহেব কেবলা’র সংবর্ধনা অনুষ্ঠিত।
শুক্রবার বাদ জুমা ভাদুঘর শাখার আঞ্জুমানে ইখওয়ানে মারেফাত এর তত্ত্বাবধানে ঐতিহাসিক শাহী মসজিদের মাঠ প্রাঙ্গণে ২০২০ খ্রিস্টাব্দে ইসলামী গবেষণায় রাষ্ট্রীয় স্বীকৃতি স্বরূপ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক একুশে স্বর্ণপদক প্রাপ্ত বাংলা ভাষায় সর্ব প্রথম পবিত্র কোরআনের তাফসীর তাফসীরে মাশাহিদুল ইমান ও সহিহ বুখারী শরীফের ব্যাখ্যাগ্রন্থ তাফহিমুল বুখারীর লেখক, মুর্শিদে বরহক, শায়খুল হাদিস ওয়াত তাফসীর, হযরাতুল আল্লামা আলহাজ্ব হাফেজ ক্বারী সৈয়দ মোহাম্মদ ছাইফুর রহমান নিজামী শাহ্ পীর সাহেব কেবলা’র এই সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
আঞ্জুমানে ট্রাস্ট ভাদুঘর শাখার সভাপতি হাজী বাচ্চু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন হাফেজ ক্বারী সৈয়দ মোহাম্মদ ছাইফুর রহমান নিজামী শাহ্ পীর সাহেব কেবলা।
মাওলানা মাহমুদুল হাসান এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অধ্যক্ষ মাওলানা একরাম হোসেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন হাফেজ জিহাদ উদ্দিন।
হাজারো মানুষের সমাগমে বিভিন্ন সংগঠন ও মসজিদ মাদ্রাসার পক্ষ থেকে প্রধান অতিথিকে ফুল ও ক্রাস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ভাদুঘর শাহী মসজিদের খতিব মাওলানা জাবের আল মানসুর মোল্লা, ১১ নং ওয়ার্ডের সাবেক কমিশনার আবদুল হাই ডাবলু, বিশিষ্ট রাজনীতিবিদ হাজী মাহমুদুল হক ভূইয়া, ১২নং ওয়ার্ডের সাবেক কমিশনার জনাব রফিকুল ইসলাম নেহার, দুলাল মিয়া, সুজন আহমেদ, শাহী মসজিদের সাবেক সেক্রেটারি হাজী রহিছ উদ্দিন, শিক্ষানুরাগী ও মিডিয়া ব্যক্তিত্ব প্রভাষক শেখ মোঃ নাদিম, জাতীয় টিভির স্টাফ রিপোর্টার বশিরুল ইসলাম বিপু, মাওলানা গোলজার আহমেদ প্রমুখ।