ব্রাহ্মণবাড়িয়ায় শিশু অধিকার সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ

ব্রাহ্মণবাড়িয়া, 10 October 2021, 430 বার পড়া হয়েছে,

শিশুর জন্য বিনিয়োগ করি, সমৃদ্ধ বিশ্ব গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২১ এর সপ্তম ও সমাপনী দিনে পুরস্কার বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমী ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে রবিবার বিকেল সাড়ে ৩টায় সিভিল সার্জনের কার্যালয় সম্মেলন কক্ষে চিত্রাঙ্কন, সংগীত ও নৃত্য প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে এই পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ।

জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মাহফুজা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মাহমুদুল হাসান। অনুষ্ঠানে বিজয়ী শিশুসহ শিক্ষক, অভিভাবকগন উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ তাঁর বক্তব্যে বলেন, লেখাপড়ার পাশাপাশি শিশুদের শারীরিক মানসিক বিকাশের লক্ষ্যে বাবা-মাকে পরিচর্যা করতে হবে এবং কোয়ান্টিটি সম্পন্ন সময় দিতে হবে। তাহলেই এ বছরের প্রতিপাদ্য বিষয়টি সার্থক হবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাচিকশিল্পী বাছির দুলাল।