এসএসসি ভোকেশনাল শিক্ষাক্রম স্থায়ীকরণের দাবিতে সংবাদ সম্মেলন

ব্রাহ্মণবাড়িয়া, 3 December 2025, 28 বার পড়া হয়েছে,
মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড (APSCL) কর্তৃক পরিচালিত এসএসসি ভোকেশনাল শিক্ষাক্রমকে স্থায়ীকরণের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে আশুগঞ্জ প্রেস ক্লাব সম্মেলন কক্ষে আশুগঞ্জ সর্বদলীয় ঐক্য পরিষদ এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। লিখিত বক্তব্য উপস্থাপন করেন, আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. শাহজাহান সিরাজ।
তিনি লিখিত বক্তব্যে জানান, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্র উচ্চ বিদ্যালয়ের অধীনে ২০২০ সালে প্রকল্পভিত্তিক ‘এসএসসি ভোকেশনাল শাখা’ চালু করা হয়। শুরু থেকেই প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে সাফল্য দেখিয়ে আসছে। ২০২২ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলায় এসএসসি পরীক্ষায় প্রথম স্থান অর্জন করে এবং ২০২২-২০২৫ টানা চার বছর আশুগঞ্জ উপজেলায় প্রথম স্থান ধরে রাখে।
তিনি আরও বলেন, এই প্রতিষ্ঠানের উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ঢাকার বিভিন্ন খ্যাতনামা পলিটেকনিক ইন্সটিটিউটে ১২২ জন এবং সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ও বিজনেস ম্যানেজমেন্ট কলেজে ২৭ জন অধ্যয়ন করছেন। মাত্র ১০ টাকায় ভর্তি এবং কারিগরি অধিদপ্তর থেকে বার্ষিক ৩৬০০ টাকা উপবৃত্তি পেয়ে এলাকার দরিদ্র শিক্ষার্থীরা কর্মমুখী শিক্ষার সুযোগ পাচ্ছেন।
তবে সাম্প্রতিক সময়ে APSCL কর্তৃপক্ষ ষড়যন্ত্রমূলকভাবে এই সাফল্যমণ্ডিত প্রতিষ্ঠানটি বন্ধের পায়তারা করছে বলে অভিযোগ করেন তিনি। তিনি দাবি করেন, শুরু থেকেই ভোকেশনাল শাখাকে প্রকল্পভিত্তিক অস্থায়ী করে রেখে APSCL কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটিকে ঝুলন্ত অবস্থায় রেখেছে এবং তিনবার প্রকল্পের মেয়াদ বাড়ালেও স্থায়ী করার বিষয়ে কোনো উদ্যোগ নেয়নি।
তিনি জানান, গত ২৭ নভেম্বর আশুগঞ্জবাসীর পক্ষে APSCL- এর ব্যবস্থাপনা পরিচালকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়। পরবর্তীতে কর্তৃপক্ষ সাময়িকভাবে ভর্তি কার্যক্রম চালু করলেও স্থায়ী স্বীকৃতির বিষয়ে কোনো সুস্পষ্ট জবাব দেয়নি।
হুশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, ‘প্রজেক্টভিত্তিক বা সাময়িক নয়, ভোকেশনাল শাখাকে জনস্বার্থে স্থায়ীকরণ করতে হবে। অন্যথায় আশুগঞ্জবাসী ন্যায্য অধিকার আদায়ে রাজপথে নামতে বাধ্য হবে।’
সংবাদ সম্মেলনে আশুগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক আলমগীর খা, জামায়াতের আমির মো. শাহজাহান ভুইয়া, আশুগঞ্জ শিল্প ও বণিক সমিতির সভাপতি গোলাম হোসেন ইপটি, উপজেলা বিএনপির সহ-সভাপতি হেলাল শিকদার, জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়ক আমিনুল ইসলাম ডালিম, ইসলামী আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি মো. জসিম উদ্দিন, গণ অধিকার পরিষদের উপজেলা সভাপতি আব্দুল হাদি, আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সেলিম পারভেজ, ঐক‍্যবদ্ধ আশুগঞ্জ এর সেচ্ছাসেবীসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।