ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতাকে মারধোরের অভিযোগে ছাত্রলীগ নেতাসহ ১২ জনের বিরুদ্ধে মামলা

ব্রাহ্মণবাড়িয়া, 7 April 2025, 10 বার পড়া হয়েছে,
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামীলীগ নেতাকর্মীদের হামলায় কারানির্যাতিত যুবদল নেতা তুহিনকে মারধোরের অভিযোগে সদর মডেল থানায় মামলা দায়ের হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) দুপুরে আহতের স্ত্রী সামিনা আক্তার বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাইফুল ইসলাম মুন্নাকে প্রধান আসামী করে ১২ জনের নামসহ অজ্ঞাতনামা আরও ৫/৬ জন বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। যার মামলা নং-১৬/জিআর-১৮৪, ৭ এপ্রিল।
মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন, নাটাই উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাসুদুর রহমান মাসুদ, নাটাই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এলেম মিয়া, নাটাই ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য জুবায়েল মিয়া, নাটাই ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক সুমন মিয়া, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য সাইফুল ইসলাম, ছাত্রলীগ নেতা মোজাহিদ মিয়া, পৌর ছাত্রলীগের সাবেক সদস্য তুষার মিয়া, নুরতাজ মিয়া, মামুন মিয়া ও জাকির মিয়া। এছাড়া মামলায় হুকুমের আসামি করা হয়েছে নাটাই গ্রামের মৃত কাদির মিয়ার ছেলে শাহেদ মিয়াকে।
মামলার এজাহারে উল্লেখ আছে, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাইফুল ইসলাম মুন্না ও তার অনুসারীরা দীর্ঘদিন যাবত আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে এলাকায় অত্যাচার চালাতো এবং বিভিন্ন নিরপরাধ মানুষকে হেফাজতের মামলায় ফাসিয়ে দিতো। গত বছরের ৪ আগষ্ট ছাত্র জনতার আন্দোলনের সময় ছাত্রলীগ নেতা মুন্না ও তার অনুসারীরা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের লোকজনের সঙ্গে সঙ্গবদ্ধ হয়ে বিরাসার বাসস্ট্যান্ডে সাধারণ ছাত্র জনতার উপর হামলা চালায়। গত বছরের ৫ আগষ্ট সরকার পতনের পর এলাকা ছেড়ে পালানোর পথে ঐদিন তালশহর পূর্ব ইউনিয়নের অষ্টগ্রামে বিক্ষুব্ধ ছাত্র জনতা সাইফুল ইসলাম মুন্নাকে আটক করে অপমান ও লাঞ্চিত করে। ঘটনাস্থলে উপস্থিত থেকে যুবদল নেতা তুহিন ভিডিও ধারন করে। এর প্রতিশোধ হিসেবে মুন্নার নেতৃত্বে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের সন্ত্রাসীদেরকে সঙ্গে নিয়ে শহরের জেল রোড বি-বাড়িয়া মার্কেটের সামনে যুবদল নেতা তুহিনকে মেরে রক্তাক্ত করে।  এতে তুহিনের দুই পা-ভেঙে যায়। পরে তুহিনকে গুরুতর আহত অনবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন মামলার ব্যাপারটি নিশ্চিত করে জানান,
পূর্বশত্রুতার জেরে যুবদল নেতাকে মারধোরের অভিযোগে থানায় একটি মামলা রুজু হয়েছে। অভিযুক্ত আসামীদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে।