ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহ্যবাহী অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৫০ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত 

ব্রাহ্মণবাড়িয়া, 5 February 2024, 19 বার পড়া হয়েছে,
মোঃ নিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহ্যবাহী অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৫০ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ৫ ফেব্রুয়ারী সকালে শহরের অন্নদা
বোর্ডিং মাঠে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান।
এ সময় অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান
শিক্ষক ফরিদা নাজমীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেন, পৌর মেয়র মিসেস নায়ের কবির, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, জেলা শিক্ষা অফিসার মো জুলফিকার হোসেন প্রমুখ।
এ সময় বিভিন্ন ইভেন্ট খেলা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি বলেন, শিক্ষার্থীদের শারিরীক ও মানুষিক বিকাশে খেলাধুলার কোন বিকল্প নেই। একটি বিদ্যালয়ে প্রায় দেড়শ বছর পর্যন্ত ক্রিড়া প্রতিযোগীতার আয়োজন ক্রিড়াঙ্গনের জন্য বিশেষ গুরুত্ব বহন করে।