গণমাধ্যম সমাজ জীবনের দর্পন -জাকারিয়া…
4 July 2021,
1176259 বার পড়া হয়েছে,
সুখবর, সুখবর, সুখবর ব্রাহ্মণবাড়িয়া বাসীর জন্য চালু করেছে বিনামূল্যে চিকিৎসাসেবা। (পুলিশ লাইন সংলগ্ন পশ্চিম মেড্ডা) ব্রাহ্মণবাড়িয়া ন্যাশনালহার্ট ফাউন্ডেশনের উদ্যোগে চালু হয়েছে এক বছর বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তার ও মেডিকেল অফিসার মাধ্যমে চিকিৎসাসেবা।
প্রথমবার ২০০ টাকার বিনিময়ে একটি মেডিকেল কার্ড করে নিলে আপনি পাচ্ছেন একবছর অথবা বারোটা ডাক্তার ভিজিট ফ্রী। এখানে শুধু হার্টের চিকিৎসা নয় সর্দি কাশি জ্বর সহ ডায়াবেটিক এর জন্য বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ডাক্তার। আরো আছে সকল সাধারণ রোগের চিকিৎসা এবং বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ৫০% ছাড়।
এতে আরও রয়েছে জরুরী বিভাগ সহ আবাসিক রোগীর ব্যবস্থাপনা। এটি একটি অলাভজনক প্রতিষ্ঠান এবং উল্লেখ্য যে এখানে কোন দালাল প্রবেশ করতে পারেনা। আমরা সবাই স্বাস্থ্য সচেতন হই এবং এই চিকিৎসাসেবা গ্রহণ করি।