আশুগঞ্জে ৪২০ বস্তা সার ও ১টি ট্রাকসহ ২ জন গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া, 12 October 2025, 76 বার পড়া হয়েছে,
মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৪২০ বস্তা সার ও ১টি ট্রাকসহ ২ জনকে গ্রেফতার থানা পুলিশ।
১০ অক্টোবর রাত ২৩.০৫ ঘটিকায় আশুগঞ্জ থানা পুলিশের একটি চৌকস টিম উপজেলায় অভিযান পরিচালনাকালীন আশুগঞ্জ টোলপ্লাজার পূর্ব পাশে ঢাকা গামী রাস্তার উপর বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এর ডাই অ্যামোনিয়াম ফসফেট ৪২০ বস্তা সার ও ১টি ট্রাক উদ্ধারসহ ২ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মোঃ জাহিদুল ইসলাম ভোলা(৪৩) পিতা-মৃত কোরবান আলী মন্ডল, হরিনা মন্ডল পাড়া, সারিয়াকান্দা, বগুড়া। মোঃ  জহুরুল ইসলাম (২০) পিতা-মোঃ বাদশা মিয়া
কর্নপুর পশ্চিম পাড়া, বগুড়া সদর, বগুড়া।
আশুগঞ্জ থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করে জানানো হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।