
গণমাধ্যম সমাজ জীবনের দর্পন -জাকারিয়া…
4 July 2021,
1590467 বার পড়া হয়েছে,
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনের টিকিটসহ এক কালোবাজারিকে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ।
সোমবার (৩০ জুন) বিকেলে উপজেলার আজমপুর রেলওয়ে স্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন- উপজেলার রামধননগর গ্রামের মো. শাহ আলম (৪৫)। তার কাছ থেকে আন্তঃনগর ট্রেনের ছয়টি টিকিট পাওয়া যায়। ওই টিকিটে ১৬ টি আসন রয়েছে।
আখাউড়া রেলওয়ে থানার ওসি মো. সফিকুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, আজমপুর স্টেশনের টিকিট কাউন্টারের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আগেরও একটি মামলা রয়েছে।