আখাউড়া সীমান্তে ২ জন ভারতীয় নাগরিক আটক

ব্রাহ্মণবাড়িয়া, 12 October 2024, 8 বার পড়া হয়েছে,
মোঃ নিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে ২ জন ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। শুক্রবার (১১ অক্টোবর) রাতে উপজেলার বাউতলা এলাকা থেকে বিজিবি তাদেরকে আটক করে।
আটকরা হলেন, ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার জয়পুর এলাকার মান্নান মিয়ার ছেলে মুন্না মিয়া (২৪) ও একই এলাকার বাচ্চু মিয়ার ছেলে সোহাগ মিয়া (২১)। তাদেরকে আখাউড়া থানায় সোপর্দ করা হয়।
বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, আটকরা অবৈধ পথে বাংলাদেশে আসেন। ব্যক্তিগত কাজে তারা বাংলাদেশে আসেন বলে বিজিবিকে জানিয়েছেন।