ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত 

ব্রাহ্মণবাড়িয়া, 17 February 2024, 20 বার পড়া হয়েছে,
মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ স্লোগানকে সামনে রেখে সাইবার বুলিং, কিশোর গ্যাং, সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, জুয়া, ইভটিজিং, বাল্য বিবাহ ও যৌতুক প্রতিরোধের লক্ষ্যে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকালে বিজয়নগর  উপজেলার চান্দুরা ইউনিয়নের  জালালপুর গ্রামের বিট পুলিশিং সভা চান্দুরা ইউপির সংরক্ষিত নারী সদস্য  মাজেদা বেগমের সভাপতিত্বে ও এসআই জুয়েল রানার সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন থানার তদন্ত ওসি হাসান জামিল খান।
 অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি  মৃণাল চৌধুরীর লিটন, এসআই মোহাম্মদ জুয়েল রানা, এসআই আবুল কালাম, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি তাজুল ইসলাম মতি মেম্বার, চমক সরদার, দানা মিয়া, মোঃ সফু মিয়া সর্দার প্রমুখ।
এছাড়াও এলাকার নানা শ্রেণি-পেশার লোকজন উক্ত বিট পুলিশিং সভায় উপস্থিত ছিলেন।