সরাইলের মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করলেন ডা: আশীষ

ব্রাহ্মণবাড়িয়া, 29 September 2023, 45 বার পড়া হয়েছে,

আব্দুল্লাহ আল নাঈম : ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলের মুক্তিযোদ্ধা দের সম্মাননা প্রদান করলেন সংসদীয় আসন ২৪৪- ব্রাহ্মণবাড়িয়া-২ ( সরাইল- আশুগঞ্জ) আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী ডা. আশীষ কুমার চক্রবর্তী।

২৯ সেপ্টেম্বর বাদ জুমা উচালিয়াপাড়া নিজবাড়িতে সরাইল উপজেলার সকল ইউনিয়নের মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করেন বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা উপ-কমিটির সদস্য, ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকার ব্যবস্থাপনা পরিচালক ও সরাইল সমিতি, ঢাকার যুগ্ম সাধারণ সম্পাদক-১ ও সরাইলের কৃতি সন্তান ডা: আশীষ কুমার চক্রবর্তী।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন, ডা: আশীষ কুমার চক্রবর্তী। তিনি জাতির সূর্যসন্তানদের প্রতি সম্মান প্রদর্শন করেন ও তাদের লাল-সবুজের উত্তরীয় পরিয়ে দেন।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সরাইলের মুক্তিযোদ্ধা কমান্ডার ইসমত আলী এবং ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন।

এছাড়াও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ, সুশীল সমাজ ও গণ্যমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে মুক্তিযোদ্ধারা ডা: আশীষের প্রতি তাদের ভালোবাসা ও পূর্ণ সমর্থন ব্যক্ত করেন এবং আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তার পাশে থাকার অঙ্গীকার করেন।