ব্রাহ্মণবাড়িয়া শিল্পী সংসদের উদ্যোগে ভাষা শহীদদের স্মরণ

ব্রাহ্মণবাড়িয়া, 11 February 2023, 74 বার পড়া হয়েছে,

নিউজ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়া শিল্পী সংসদের উদ্যোগে ভাষা আন্দোলনের মাসে শহীদদের স্মরণে আলোচনা অনুষ্ঠান একুশের গান হয়েছে। অনুষ্ঠানে সম্প্রতি প্রয়াত ব্রাহ্মণবাড়িয়ার দুই কৃতি সন্তান চলচ্চিত্রের সঙ্গীত পরিচালক বীর মুক্তিযোদ্ধা আনোয়ার জাহান নান্টু এবং বিশিষ্ট সঙ্গীত শিল্পী পার্থ সারথী গুহ-র আত্মার শান্তি কামনা করে গভীর শোক ও অবদানের জন্য শ্রদ্ধা নিবেদন করা হয়।

বুধবার (৮ ফ্রেব্রুয়ারি) বিকেলে শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত ভাষা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া শিল্পী সংসদের সভাপতি আল আমীন শাহীন।

হাবিবুর রহমান পারভেজ এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন শিল্পী সংসদের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ পারুল।

অনুষ্ঠান উদ্বোধন করেন শিল্পী সংসদের উপদেষ্টা বাংলাদেশ টেলিভিশনের সঙ্গীত পরিচালক আলী মোসাদ্দেক মাসুদ। এছাড়া বক্তব্য রাখেন নারী নেত্রী নন্দিতা গুহ, সম্মিলিত সাংস্কৃতিক জোট ব্রাহ্মণবাড়িয়ার আহবায়ক আবদুন নূর, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা,বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু হোরায়রাহ, রতন কান্তি দত্ত, নারী নেত্রী নেলী আক্তার, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাবেক সহ সভাপতি ইব্রাহিম খান সাদত, ব্রাহ্মণবাড়িয়া শিল্পী কল্যাণ পরিষদের সভাপতি সফিকুল ইসলাম তৌছির,পথিক টিভির সিইও জিহাদ হোসেন লিটন, নোঙ্গর-ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ সম্পাদক খালেদা মুন্নী, ভারত বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদের সভাপতি করবী চক্রবর্তী,সিনিয়র সহসভাপতি সঞ্জিত রায়, ওস্তাদ সামসুদ্দিন খান, স্মৃতি সবুর, মোর্শেদা মতিন মিলি, সুদীপ্ত সাহা মিঠু, রবিন ( জুনিয়ার কুমার শানু) প্রমুখ।
কবিতা আবৃত্তি করেন সোহেল আহাদ, শারমিন সুলতানা, নুসরাত জাহান জেরিন, একক অভিনয় করেন আয়ূশ চক্রবর্তী,সঙ্গীত পরিবেশন করেন ফারুক আহমেদ পারুল, ফরিদ আহমেদ সাগর, উপমা দেবনাথ, মৌটুসী কর্মকার।