ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসা সেবার নতুন স্বপ্নযাত্রায় ইউনির্ভাসেল মেডিকেল সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষ্যে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ আগস্ট) দুপুরে জেলা শহরের জেলরোডস্থ সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় ইউনির্ভাসেল মেডিকেল সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী সাংবাদিকদের সামনে বিস্তারিত তুলে ধরেন।
ডা. আশীষ কুমার চক্রবর্তী বলেন,ব্রাহ্মণবাড়িয়ার গণমানুষের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছে। এটি ঢাকাস্থ ইউনির্ভাসেল মেডিকেল কলেজ হাসপাতালের একটি সহযোগী এবং ব্রাহ্মণবাড়িয়ার মালিকানাধীন প্রতিষ্ঠান। ব্রাহ্মণবাড়িয়ার এই প্রতিষ্ঠানে রোগীরা বিশেষ সুবিধা পাবেন। এরমধ্যে সকালে যেসকল রোগীরা ব্লাড সুগার পরিক্ষা করতে আসবেন, তাদের পানি সহ কমপ্লিমেন্টারি হালকা নাস্তা দেওয়া হবে। ছাড়াও উদ্বোধন উপলক্ষে বিশেষ ছাড়। এই ছাড় ঢাকায় শাখায়ও পাবেন রোগীরা। সপ্তাহে একদিন বিশেষজ্ঞ চিকিৎসক ফ্রি রোগী দেখবেন। আগামী ৩ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া ইউনির্ভাসেল মেডিকেল সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। যৌক্তিক মূল্যে উন্নত স্বাস্থ্য সেবা প্রদান এবং গণমানুষের আস্থার একটি প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এসময় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন বলেন,ব্রাহ্মণবাড়িয়া শহর হাসপাতালের শহর হিসেবে পরিচিতি লাভ করেছে। কিন্তু এত হাসপাতাল থাকার পরও সাধারণ মানুষ তাদের কাঙ্খিত সেবা পাচ্ছে না। আমরা আশা প্রকাশ করবো, ইউনির্ভাসেল মেডিকেল সার্ভিস সাধ্যের মধ্যে এই জেলার সাধারণ মানুষকে সঠিক সেবা প্রদান করবে।
সভা সঞ্চালনায় ছিলেন বাচিক শিল্পী সাংবাদিক মনির হোসেন।