নাসিরনগরে চোর চক্রের ৩ নারী সদস্য গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া, 13 June 2022, 196 বার পড়া হয়েছে,

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিশেষ অভিযান পরিচালনা করে আন্তঃজেলা চেইন চোর চক্রের তিন নারী সদস্যকে গ্রেফতার করেছে নাসিরনগর থানা পুলিশ। চুরির ও ছিনতাইয়ের অপরাধে ওই তিন নারী বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত।

শনিবার ভোররাতে তাদের উপজেলার ধরমণ্ডল ইউনিয়নের ধরমণ্ডল গ্রামের বিভিন্ন পাড়া মহল্লা থেকে গ্রেফতার করা হয়েছে। তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন নাসিরনগর থানার ওসি হাবিবুল্লাহ সরকার।

গ্রেফতারকৃতরা হলেন- মোছা. খায়রুন্নাহার, মোছা. দিলরুবা বেগম ও সুমা আক্তার। তাদের সবার বাড়ি ধরমণ্ডল ইউনিয়নে।

নাসিরনগর থানা সূত্রে জানা গেছে, তিন নারীর বাড়ি ধরমণ্ডল ইউনিয়নে। তারা দেশের বিভিন্ন বিভাগীয় শহরে চেইন চোরের সক্রিয় সদস্য। তারা কোলে ছোট শিশু রেখে অসহায়ের অভিনয় করে মানুষের সরলতার সুযোগে চুরি ছিনতাই করে। এরই মধ্যে একজন মোছা. খায়রুন্নাহার। তার নামে ২০১৬ সালে রাজশাহীর রাজপাড়া থানায় বাসা থেকে চেইন চুরির অপরাধে মামলা হয়। এ সময় তার ৩ বছরের সাজা, ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের কারাদ- দেওয়া হয়। মোছা. দিলরুবা বেগমের নামে সিলেটের বড়লেখা থানায় চেই চুরির অপরাধে মামলা হয় । সে মামলায় ৩ মাসের সাজা, ১০ হাজার টাকা অর্থদ-সহ অনাদায়ে ১ মাসের কারাদ- দেওয়া হয়।

অপর নারী সুমা আক্তারের বিরুদ্ধে অভিযোগ কিশোরগঞ্জের কটিয়াদি থানায় চেইন চুরির অপরাধে মামলা হয়। কিন্তু ওই তিন নারী ৫ বছর পালিয়ে ছিলেন। পরে গ্রেফতারী ওয়ারেন্ট জারি হলে নাসিরনগর থানা পুলিশ তাদের বিশেষ অভিযান পরিচালনা করে আজ ভোর পাঁচটার দিকে ধরমণ্ডল থেকে গ্রেফতার করেন।

নাসিরনগর থানার ওসি হাবিবুল্লাহ সরকার বলেন, ধরমণ্ডল গ্রামের চেইন চোর চক্রের নারী সদস্যরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় চুরি করে আসছিল। সম্প্রতি কিছু থানা থেকে তাদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি হলে আমাদের থানা পুলিশ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে জেলা হাজতে পাঠানো হয়েছে।