ইংরেজি শিক্ষক আলহাজ্ব আবদুল লতিফ মাস্টার’র জানাযা সম্পন্ন

ব্রাহ্মণবাড়িয়া, 12 March 2025, 51 বার পড়া হয়েছে,

অধ্যাপক শেখ কামাল উদ্দিন,বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভার প্রাণকেন্দ্রে অবস্থিত আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদীয়া কামিল মাদরাসার ইংরেজি বিষয়ের সাবেক সিনিয়র শিক্ষক আলহাজ্ব মো. আবদুল লতিফ (৭০) আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
গত ১১ মার্চ ২০২৫ মঙ্গলবার রাত সোয়া ১০ টায় ঢাকা শ্যামলীস্থ স্পেশালাইজড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ৪ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ১২ মার্চ ২০২৫ বুধবার বেলা ১১:০০টায় নিজ কর্মস্থল আড়াইবাড়ী দরবার শরীফের জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদীয়া কামিল মাদরাসা প্রাঙ্গণে তার প্রথম নামাযে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতি করেন, আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদীয়া কামিল মাদরাসার সহকারি অধ্যাপক হযরত মাওলানা ড. উসমান গনি। তার ইন্তেকালে আড়াইবাড়ী দরবার শরীফের বর্তমান গদ্দিনশীন পীর হযরত মাওলানা মোহাম্মদ গোলাম খাবীর সাঈদী, আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ হযরত মাওলানা মুফতি মো: আমিনুল ইসলাম, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ হযরত মাওলানা ড. সায়ীদ মুহাম্মাদ ফারুক, শেখ মো: কামাল উদ্দিন, সহকারি অধ্যাপক আলহাজ্ব মোহাম্মদ শাহজাহানসহ সহকর্মীবৃন্দ গভীর শোক প্রকাশ করে বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

জানাযা পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন; মাদরাসার গভর্নিং বডির সদস্য পীরজাদা মো: গোলাম কবির সাঈদী, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ মো. কামাল উদ্দিন, অধ্যাপক মোহাম্মদ শাহজাহান, বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক কাজী মো: সিরাজুল ইসলাম, কসবা প্রেসক্লাব সাবেক সভাপতি আবদুল হান্নান মাস্টার, অধ্যক্ষ কবির আহমাদ, উপাধ্যক্ষ আবুল কালাম আজাদ, মরহুমের দ্বিতীয় ছেলে মেরিন ইঞ্জিনিয়ার জুয়েল সাঈদ প্রমুখ। বাংলাদেশ জামায়াতে ইসলামী কসবা শাখার সেক্রেটারি পীরজাদা মাওলানা শিবলী নোমানী, আখাউড়া উপজেলা সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিনসহ এলাকার বিশিষ্টজন উপস্থিত ছিলেন। এছাড়াও আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদীয়া কামিল মাদরাসার ছাত্র-শিক্ষক ও ধর্মপ্রাণ মুসল্লিরা জানাযায় উপস্থিত ছিলেন।
মরহুম মাস্টার সাহেবের দ্বিতীয় নামাযে জানাযা বাদ জোহর নিজবাড়ী উপজেলার বায়েক ইউনিয়নের মাদলা গ্রামে অনুষ্ঠানের পর পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়। মরহুম আবদুল লতিফ মাস্টার ১৯৯১ সালে আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদীয়া কামিল মাদরাসায় সহকারী শিক্ষক (ইংরেজি) পদে যোগদান করেন। সুনামের সহিত শিক্ষকতা জীবনের সফল সমাপ্তি ঘটান। তিনি শান্ত প্রকৃতির আদর্শ শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের হৃদয়ে স্থান করে নিয়েছেন। তিনি বন্ধুসুলভ আচরণের মাধমে শিক্ষার্থীদের পাঠদান করতেন। তিনি ইতোপূর্বে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার বাগড়া ফাজিল মাদরাসায় শিক্ষকতা করেন। সদা হাস্যোজ্বল এ শিক্ষকের মৃত্যু সংবাদ চারিদিকে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা শেষবারের মতো এজনজর দেখতে এসে কান্নায় ভেঙে পড়েন।