মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানা পুলিশ সাত হাজার পিছ ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার।
বুধবার (৪ ডিসেম্বর) ১৫:৩০ ঘটিকায় আশুগঞ্জে পুলিশের এক বিশেষ অভিযানে এসআই (নিরস্ত্র) গাজী রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ আশুগঞ্জ চরচারতলা সৈয়দ নজরুল ইসলাম সেতুর আশুগঞ্জ টোলপ্লাজার অনুমানিক ২০ গজ পূর্বপাশে পাকা রাস্তার উপর হইতে সাত হাজার পিচ ইয়াবা ট্যাবলেট ও ১টি সাদা রংয়ের প্রাইভেটকারসহ ২ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীদের নাম হলো, নাজিম উদ্দিন শিকদার(৩৫), নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পাগলা নন্দলালপুর গ্রামের হয়রত আলী শিকদারের ছেলে,মোঃ রাসেল (২৩) বর্তমান নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার পাগলা নন্দলালপুর গ্রামের মৃত নাসির এর ছেলে।
উল্লেখিত বিষয়ে আশুগঞ্জ থানায় মামালা রুজু প্রক্রিয়াধীন।