মনের মত যতই পার- গীতিকার  ও সুরকার, বাউল শিল্পী মিজান সরকার

জনতার কন্ঠ, 26 June 2023, 272 বার পড়া হয়েছে,
আমায় করে দুঃখী তুমি সুখী’বল
বন্ধু’ কি সুখ পাও=মনের মত ‘যত
পার’আমায় তুমি কষ্ট দাও =১
তুমি যদি সুখ পাও বন্ধু’করে
আমায় দুঃখী ‘তোরই ব্যথা বুকে
নিয়া ‘আমি বড় সুখী =জরুক
চোখে যতই আঁকি-বলবো না তো
কেন কাঁদাও =২
আমি তো পারি না বন্ধু ‘থাকতে
তোমায় ভুলে ‘চোখ মুজিলে দেখি
শুধু’আমি তোমার কোলে
=জ্বালাও পুরাও ‘যাহাই কর
‘একবার তুমি দেখে যাও =৩
চটিপাড়ার মিজান সরকার ‘করি
এ মিনতি ‘তোমার সুখের জন্য
বন্ধু ‘মরতে আমি রাজি =তোমার
হাতে ‘বিষ দাওয়াইয়া ‘এই মিজান
রে ‘মাইরালা ও=8
(ঈদ ঈদ ঈদ, পবিত্র ঈদুল আযাহার উপলক্ষে, সবাইকে জানাই ঈদ মোবারক,, বাউল গানের, ভাই ও বোনেদেরকে, জানাই, আন্তরিক অভিনন্দন, এবং, অন্যান্য জাতির,ভাই ও বোনকে, জানাই, আদাব ও নমস্কার ::আমি আপনাদের একজন :আপনজন ::ব্রাহ্মণবাড়িয়া জেলা :নাসরিনগর থানা :১০ নং গোকর্ণ ‘ইউপি :চটিপাড়ার কৃতি সন্তান :গীতিকার ও সুরকার :বাউল শিল্পী মিজান সরকার :ব্রাহ্মণবাড়িয়া জেলার :উজ্জ্বল নক্ষত্র :অনেক অনেক :লোক সংগীত :রচিত করেছেন :মাটি ও মানুষের :জনপ্রিয় :একজন মানুষ :আমাদের অহংকার :আমাদের গৌরব :মোহাম্মদ :মিজান উর রহমান রানা)