শাহরাস্তিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা ৯৬৪৫ হেক্টর জমি, উৎপাদন ৬০ হাজার মেট্টিক টন

সারাদেশ, 31 December 2022, 108 বার পড়া হয়েছে,
মোঃ রুহুল আমিনঃ চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় এবছর মোট ৯৬৪৫ হেক্টর জমিতে বোরোধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তন্মধ্যে, ৪৫৭৫ হেক্টরে জমিতে উপশী এবং ৫০৭০ হেক্টর জমিতে হাইব্রিড ধান চাষ করা হবে। উপজেলা কৃষি সম্প্রসারন অফিস সূত্রে এই তথ্য জানা গিয়েছে।
লক্ষ্যমাত্রা অনুযায়ী ইতিমধ্যে উপজেলার কৃষকগণ জমি তৈরি ও বোরোধান আবাদ শুরু করেছে। উপজেলা কৃষি সম্প্রসারন অফিস সূত্রে আরও জানা যায়, লক্ষ্যমাত্রা অনুযায়ী বোরোধান আবাদের জন্য বিনামূল্যে কৃষকদেরকে বোরো প্রণোদনা বাবদ ২৮০০ কৃষককে ২ কেজি করে হাইব্রিড ধানবীজ এবং ১২০০ কৃষককে ৫ কেজি উপশী ধান,১০ কেজি করে ডিএপি ও  এমওপি সার বিতরণ করা হয়েছে। এবছর বোরোধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬০ হাজার মেট্রিক টন।
উপজেলা ঘুরে দেখা যায়, কৃষকগণ বোরো আবাদের জন্য রাতদিন মাঠে কাজ করছে।