শেখ কামাল উদ্দিন : কসবা উপজেলা সিরাতুন্নবী (সা:) কমিটি আয়োজিত সিরাতুন্নবী মাহফিল, কেরাত ও সংগীত প্রতিযোগিতার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২২ অক্টোবর শনিবার সকাল ৯টায় অনুষ্ঠিত হয়।
কসবা আল আজহার মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা পীরজাদা মো: শিবলি নোমানীর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের অধ্যাপক ড. আ জ ম কুতুবুল ইসলাম নোমানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; তালশহর করিমিয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবদুল মোত্তালিব, আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদীয়া কামিল মাদরাসার সহকারি অধ্যাপক শেখ মো. কামাল উদ্দিন, মুহাদ্দিছ আল্লামা মোসলেহ উদ্দিন সাঈদী, মুহাদ্দিছ মাওলানা ড. উসমান গণি, কসবা প্রেসক্লাব সভাপতি মোঃ আবদুল হান্নান মাস্টার, সমাজসেবক মুহাম্মদ দ্বীন ইসলাম ভূইয়া, মোঃ ফরিদ উদ্দিন আহমেদ। প্রথম অধিবেশনে অতিথিগণ রাসূল (সা:) আগমন ও কর্মময় জীবনের বিভিন্ন ঘটনা ও তাৎপর্য বিশদ বর্ণনা দেন।