ঐশী বাংলা’র সম্পাদকীয় কার্যালয়ে কবি এস এম শাহনূরের জন্মদিন উদযাপন

জনতার কন্ঠ, 9 September 2025, 44 বার পড়া হয়েছে,

নিজস্ব প্রতিবেদক: দোয়া মাহফিল ও কেক কাটার মধ্য দিয়ে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাঙালি কবি ও প্রথিতযশা গবেষক এস এম শাহনূরের ৪৭তম জন্মদিন উদযাপিত হয়েছে। ৮ সেপ্টেম্বর, শনিবার বাদ মাগরিব সরকারি মিডিয়া তালিকাভুক্ত জাতীয় দৈনিক ঐশী বাংলা পত্রিকার বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ে (শান্তিনগর, ঢাকা) এক অনাড়ম্বরপূর্ণ আয়োজনের মাধ্যমে কবির জন্মদিন পালন করা হয়।

কবি এস এম শাহনূরের উপস্থিতে এবং দৈনিক ঐশী বাংলার সহকারী সম্পাদক মাওলানা ড. আনিসুর রহমান জাফরীর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক ঐশী বাংলার সম্পাদক ও প্রকাশক সুফি এ আর এম মুহিউদ্দীন খান ফারুকী। অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইউসেট ইউনিভার্সিটির রেজিস্টার প্রফেসর ড. শরীফ আব্দুল্লাহ হিস সাকী। আরো উপস্থিত ছিলেন দৈনিক ঐশী বাংলার বাণিজ্যিক সম্পাদক আব্দুস সাত্তার ফরাজি, , বার্তা প্রধান মোঃ মিজান হাওলাদার, উপ সম্পাদক মমতাজ মহল মম, মার্কেটিং অফিসার এম এ হান্নান শাহ, বিশেষ প্রতিনিধি মোঃ আকাশ আজাদ, রিপোর্টার মো: রোহানসহ আরো অনেক।

উক্ত অনুষ্ঠানে দৈনিক ঐশী বাংলা’র বৃহত্তর ফরিদপুর ও খুলনা বিভাগের ব্যুরো প্রধান মোল্লা জামান বাচ্চু’র মহাপ্রয়াণে বিশেষ প্রার্থনা করা হয়। দৈনিক ঐশী বাংলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে সম্পন্ন হওয়ায় শোকরানাও আদায়

কবি এস এম শাহনূর একবিংশ শতাব্দীর সৃজনশীল তারুণ্যের প্রতীক এক সাহিত্যযোদ্ধা। শুধু দেশে নয়, আন্তর্জাতিক অঙ্গনেও তিনি সমানভাবে প্রশংসিত ও আলোচিত। তাঁর সাহিত্যজগৎ যেন এক অনন্ত ভ্রমণ, যেখানে ইতিহাস, প্রেম, মানবতা ও সংস্কৃতির মেলবন্ধন ঘটে এক স্বতন্ত্র ভাষায়। ১৯৭৯ সালের ৮ সেপ্টেম্বর, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মেহারী ইউনিয়নের বল্লভপুর গ্রামের প্রথম মুসলিম বসতি পরিবারে বৃষ্টিঝরা এক বিকেলে জন্মগ্রহণ করেন এস এম শাহনূর। পিতা হাজী আবদুল জাব্বার ও মাতা জাহানারা বেগমের স্নেহধন্য কনিষ্ঠ সন্তান তিনি।

সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর (এমএসএস) ডিগ্রি অর্জনের পর চীনের Marine and Warfare Academy of China থেকে সামরিক ও উচ্চতর প্রযুক্তি বিষয়ে বিশেষায়িত প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি এশিয়া ও ইউরোপের অসংখ্য ভ্রমণ করেন। জাতিসংঘের (UNIFIL) Maritime Task Force-এ শান্তিদূত হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেন।

সাহিত্যচর্চার শুরু কৈশোরে। ১৯৯৪ সালে তাঁর প্রথম কবিতা “অগ্নি বাণী” একটি পত্রিকায় প্রকাশিত হয়। ১৯৯৬ সালে বাংলাদেশ বেতারে তাঁর কবিতা প্রথম সম্প্রচারিত হয়। ২০০৫ সালের অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ “স্মৃতির মিছিলে” তাঁকে সাহিত্যপ্রেমীদের কাছে পরিচিত করে তোলে। এর পর থেকে তিনি কবিতা, উপন্যাস, ভ্রমণকাহিনী, গবেষণা, অনুবাদ, জীবনী ও নাটকের মাধ্যমে বাংলা সাহিত্যে নতুন মাত্রা যোগ করে চলেছেন। তাঁর লেখনী বিশ্বের ৩০টিরও বেশি ভাষায় অনূদিত হয়েছে এবং দেশ-বিদেশের অসংখ্য পত্রিকা ও সাময়িকীতে নিয়মিতভাবে প্রকাশিত হচ্ছে। বিশ্বের অন্যতম বৃহৎ প্রকাশনা সংস্থা আমাজন (Amazon) থেকে প্রকাশিত বহু গ্রন্থে তাঁর লেখা স্থান পেয়েছে। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে অন্তর্ভুক্ত আন্তর্জাতিক অ্যান্থলজি THE BOOK OF HYPERPOEM -এ তিনি বাংলাদেশের প্রতিনিধিত্বকারী কবি। বর্তমানে তিনি দৈনিক ঐশী বাংলার সাহিত্য সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।