৫,৮০০ পিস ইয়াবাসহ ২ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া, 13 December 2024, 10 বার পড়া হয়েছে,
মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মনবাড়ীয়ার সদর পৌরসভার শিমরাইলকান্দি থেকে ৫,৮০০ পিস ইয়াবাসহ ২ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯।
র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মনবাড়ীয়ার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মনবাড়ীয়ার একটি আভিযানিক দল গত ১২ নভম্বর আনুমানিক সকাল ৮:১৫ ঘটিকায় ব্রাহ্মনবাড়ীয়ার সদর পৌরসভার ১১ নং ওয়ার্ডের শিমরাইলকান্দি এলাকায় মাদক বিরাধী অভিযান পরিচালনা করে ৫,৮০০ পিস ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করত সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলেন, মোছাঃ রোজিনা বেগম (৩৯), এবং মোঃ আলাউদ্দিন (২৬), উভয়
ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর চর ইসলামপুর গ্রামের মোঃ শফিকুল ইসলামের সন্তান।
পরবর্তী আইনগত ব্যবস্হা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ ইং সনের সংশ্লিষ্ট  ধারায় মামলা দায়ের করা হয়।  আসামীদ্বয় ও জব্দকৃত আলামত ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।