আজ আল্লামা গোলাম সারোয়ার সাঈদী (র) এর ৫ম ওফাত দিবস

ব্রাহ্মণবাড়িয়া, 21 November 2024, 24 বার পড়া হয়েছে,

শেখ কামাল উদ্দিন,বিশেষ প্রতিনিধি : আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামি চিন্তাবিদ, আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদীয়া কামিল মাদরাসার সাবেক প্রিন্সিপাল, আড়াইবাড়ী দরবার শরীফের মরহুম পীর আল্লামা হযরত মাওলানা মো. গোলাম সারোয়ার সাঈদী (র) এর ৫ম ওফাত দিবস বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪।

এ উপলক্ষে বাদ জোহর আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদীয়া কামিল মাদরাসায় শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, মুরিদান ও ভক্তবৃন্দ উপস্থিত হয়ে দোয়া মাহফিলে শরীক থাকার আহ্বান করা হয়েছে। দরবার শরীফের বর্তমান গদ্দিনেশীন পীর হযরত মাওলানা মুহাম্মদ গোলাম খাবীর সাঈদী মরহুম গোলাম সারোয়ার সাঈদী (র)সহ মরহুম পীর সাহেবগণ ও সকল মাইয়্যিতের মাগফিরাত কামনায় স্ব স্ব অবস্থান থেকে দোয়া করার জন্য দরবারের মুরিদান-মুহিব্বিন ও ধর্মপ্রাণ মুসল্লীগণের প্রতি আহ্বান জানান।

মরহুম গোলাম সারোয়ার সাঈদী (র) ২০২০ সালের ২১ নভেম্বর করোনা মহামারীতে আক্রান্ত হয়ে বিশ্ববাসীকে কাঁদিয়ে মহান আল্লাহ তাআলার সান্নিধ্যে গমন করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই সময় জানাযায় জনগণের সমাগম রাষ্ট্রীয়ভাবে নিষেধাজ্ঞা অমান্য করে লাখো লাখো ধর্মপ্রাণ দ্বীনদার মানুষ অংশ গ্রহণ করেন।

কসবা উপজেলা সদরের কয়েক কিলোমিটার রাস্তা-ঘাট, মাঠ-ময়দান, ভবন-ছাদ কানায় কানায় ভরে যায়। এ দৃশ্য কসবার মাটিতে এটাই প্রথম।

কান্না বিজরিত কন্ঠে মানুষের বাঁধভাঙ্গা অংশগ্রহণ প্রমাণ করেছে এ রাহবারকে কত ভালোবাসে!

মহান আল্লাহর কাছে কায়মনোবাক্যে প্রার্থনা করার আহ্বান জানিয়েছেন স্বীয় পুত্র হাফেজ শাফাকাত মোহাম্মদ গোলাম সোবহানী সাঈদী। আল্লাহ তাআলা হুজুরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন।