কসবায় পৃথক অভিযানে ১১ কেজি গাঁজাসহ গ্রেফতার -৪

ব্রাহ্মণবাড়িয়া, 15 October 2024, 18 বার পড়া হয়েছে,
শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ১১ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। জেলা পুলিশের মিডিয়া উইংসের প্রকাশিত এক তথ্য থেকে জানা যায়, কসবা থানায় কর্মরত এসআই নিরস্ত্র মোহাম্মদ সোহেল সিকদার তার সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ আজ (১৫ অক্টোবর)সকাল ৯ টা থেকে ১০:৩০ পর্যন্ত  অভিযান চালিয়ে  ৫নং বিনাউটি ইউনিয়নের কদমতলী টু সৈয়দাবাদগামী রোড থেকে এক অভিযানে ৫ কেজি ও অপর অভিযানে ৬ কেজি পৃথক দুটি অভিযানে মোট ১১ কেজি গাঁজাসহ মোঃ জসিম উদ্দিন (৩৫) পিতা-মৃত আবন মিয়া,গ্রাম-চন্দ্রপুর (উত্তরপাড়া),ছতুরা শরীফ এবং মোঃ এমরান (২৪),পিতা-মৃত এলু মিয়া চৌকিদার, গ্রাম-চান্দপুর দক্ষিন পাড়া উভয় ইউনিয়ন – ধরখার,থানা -আখাউড়া জেলা- ব্রাহ্মণবাড়িয়া। অপর অভিযানে হনুফা (৩৫),স্বামী- অহিদ মিয়া, গ্রাম-সৈয়দপুর পশ্চিম পাড়া (আফিল উদ্দিনের বাড়ি) ও খোদেজা (৪৫),স্বামী-রমজান আলী,সৈয়দপুর  পশ্চিমপাড়া, উভয় ইউনিয়ন ৬ নং গোপীনাথপুর, থানা-কসবা, জেলা- ব্রাহ্মণবাড়িয়াকে গাঁজাসহ গ্রেফতার করে এবং তা জব্দ তালিকা মূলে জব্দ করে। এ ব্যাপারে কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি)জহিরুল হক কবীর জানান,মাদকের বিরুদ্ধে আমাদের অবস্হান জিরো টলারেন্স।পৃথক অভিযানে মাদকসহ আটক আসামীদের বিরুদ্ধে থানায় মাদক আইনে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।