গণমাধ্যম সমাজ জীবনের দর্পন -জাকারিয়া…
4 July 2021,
1116489 বার পড়া হয়েছে,
কোহিনূর আক্তার প্রিয়া : ব্রাহ্মণবাড়িয়ায় ৩ নারীর উদ্যােগে মনোরম পরিবেশে বাংলা ইন্ডিয়ান চাইনিজ ও থাই খাবারের সমৃদ্ধ নিয়ে ‘ফুড ও ক্যাফে’ রেস্টুরেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৯ মার্চ) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া পাইক পাড়া পুকুরপাড় সংলগ্ন হাতিল সু-রুমের ২য় তলায় ‘স্বপ্নের ব্রাহ্মণবাড়িয়া’ সংগঠনের সুবিধাবঞ্চিত শিশুদের ইফতার পরিবেশনের মধ্য দিয়ে ‘ফুড ও ক্যাফে’ রেস্টুরেন্টের শুভ উদ্বোধন করা হয়।
এ-সময় উপস্থিত ছিলেন, নারী উদ্যোক্তা শাকিলা জাফর জেসি, আফরিন ফাতিহা জুই, ফারজানা হোসেন। বিশিষ্ট সমাজ সেবিকা সুবিধাবঞ্চিত শিশুদের জননী কোহিনূর আক্তার প্রিয়া, স্বপ্নের ব্রাহ্মণবাড়িয়া পাঠশালার শিক্ষিকা ফাতেমা কানিজ ফিভা, সৌরভ সাহা সহ আরও অনেকে।
মোনাজাত পরিচালনা করেন, মো. আবদুল্লাহ্।