শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া থানা পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় থানা এলাকায় মাদক উদ্ধার অভিযানে পৃথক অভিযান পরিচালনা করে আজ ১৩/০৩/২৪ ইং সকাল ০৭ঃ১০ মিনিটে ৩৪ কেজি গাঁজাসহ একটি সিএনজি অটোরিক্সা জব্দ করেছে। পুলিশের উদ্ধৃতি থেকে জানা যায়,আখাউড়া থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া থানার আখাউড়া পৌরসভার ৩নং ওয়ার্ডের অন্তর্গত কুমারপাড়ার সোহেল ভূইয়ার দোকানের সামনে আখাউড়া টু ব্রাহ্মণবাড়িয়াগামী বাইপাস পাকা সড়কের উপরে চেকপোষ্ট পরিচালনা করা কালীন সময়ে একটি সিএনজি কে পুলিশ চেকপোষ্টে থামানোর সংকেত প্রদান করলে সিএনজি চালক তখন হটাৎ সিএনজি ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে সিএনজি চালকের উক্ত সিএনজি তল্লাশি করে সিএনজির ভেতরে দুইটি প্লাস্টিকের বস্তা ভর্তি সর্বমোট ৩৪ কেজি গাঁজা উদ্ধার পূর্বক ও সিএনজি জব্দ করে থানায় নিয়মিত মাদক মামলা রুজু করা হয়। এ ব্যাপারে আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নূরে আলম বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্হান জিরো টলারেন্স। আমাদের অভিযান অব্যাহত থাকবে।