তানযীমুল কুরআন মুফতী নুরুল্লাহ (রহঃ) মাদ্রাসার শুভ উদ্ভোধন

ব্রাহ্মণবাড়িয়া, 6 September 2023, 137 বার পড়া হয়েছে,
শাহাদাত হোসেন সোহেল, ব্রাহ্মণবাড়িয়া : পবিত্র কোরআনের উজ্জল আলোয় এই ভুবনকে নতুন ধারায় ও নতুন আঙ্গিকে আলোকিত করার প্র‍য়াসে ব্রাহ্মণবাড়িয়া শহরের প্রানকেন্দ্র উত্তর পৈরতলায় মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুর ২টায় শুভ উদ্ভোধন হয়ে গেলো প্রখ্যাত আলেমে দ্বীন মুফতি নুরুল্লাহ (রহঃ) এর নামে প্রতিষ্ঠিত  তানযীমুল কুরআন মুফতী নুরুল্লাহ (রহঃ) মাদ্রাসা।
প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল মুফতী আনাছ বিন আবু তাহেরের সঞ্চালনায় নূরে মদিনা ইসলামিয়া মাদ্রাসা ও এতিখানা বিল্ডিংয়ের ৪র্থ তলায় অত্যন্ত মনোরম পরিবেশে অবস্হিত মাদ্রাসাটির উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ঐতিহ্যবাহী জামিয়া ইউনুছিয়া মাদ্রাসার মুহাদ্দিস মুফতী সিবগাতুল্লাহ নূর, মাদ্রাসাটির প্রধান উপদেষ্টা, বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব মাঈন উদ্দিন খাজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন অগ্রনী ব্যাংক ব্রাহ্মণবাড়িয়া শাখার ম্যানেজার মোঃ ছাকিউর রহমান, অগ্রনী ব্যাংক ব্রাহ্মণবাড়িয়া শাখার ডি জি এম মোঃ সফিকুর রহমান, নাজ ম্যাডিকেল সেন্টারের ব্যাবস্থাপনা পরিচালক মোঃ সেলিম মিয়া, ইকরা ইন্টারন্যাশনাল হাফিজিয়া মাদ্রাসার পরিচালক রবিউল্লাহ শহরী সহ আরো গন্যমান্য আলেম উলামা ও ব্যাক্তিবর্গ।
অনুষ্ঠানে উপস্হিত অতিথিবৃন্দরা বলেন, আল কোরআনের অসীম আলোয় আলোকিত হয়ে আমাদের আগামী প্রজন্ম যদি দেশ জাতি ও মানবতার জন্য নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পারে তাহলে সেটাই হবে মানব জীবনের আসল স্বার্থকতা। আর এই ক্ষেত্রেই সরাসরি ভূমিকা রাখতে চায় উদ্ভোধন হওয়া মুফতী নুরুল্লাহ (রহঃ)  মাদ্রাসা। মাদ্রাসার প্রিন্সিপাল মুফতী আনাছ বিন আবু তাহের ও অত্র মাদ্রাসার প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট ব্যাবসায়ী আলহাজ্ব মাঈন উদ্দিন খাজা জানান, হিফজ ও নাজেরা বিভাগে মাদ্রাসাটিতে ইতিমধ্যেই দুই বিভাগে ছাত্র ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। অত্যন্ত মনোরম পরিবেশে পবিত্র কোরআনের পাখিরা এখানে (হিফজ ও নাজেরা) এই দুই বিভাগে শিক্ষা গ্রহন করতে পারবে। তাছাড়া এখানে মোট দুইটি বিভাগে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হবে। একটি বিভাগ হলো সাধারন বিভাগ এবং অন্যটি হলো ভি আই পি বিভাগ (যা শীতাতপ নিয়ন্ত্রিত)। ভর্তি ইচ্ছুক ছাত্ররা কিংবা ছাত্রদের অভিভাবকেরা চাইলে যে কোন মুহুর্তে আমাদের সাথে যোগাযোগ করে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। তারা মাদ্রাসাটির আগামী দিনের পথলায় সকলের দোয়া ও সহযোগীতা কামনা করেন।