বিদ্রোহী ও সাম্যের কবি কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তী উদযাপন 

ব্রাহ্মণবাড়িয়া, 28 May 2023, 59 বার পড়া হয়েছে,

নিউজ ডেস্ক : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তী উপলক্ষে কবি ও কবিতা বিষয়ক সংগঠন কবির কলমের উদ্যোগে আলোচনা সভা ও কবির কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২১ মে) ব্রাহ্মণবাড়িয়া টেংকের পাড়স্থ পৌর কমিউনিটি সেন্টারের ২য় তলায় জনতার খবর’র কার্যালয়ে এ আলোচনা সভা ও কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও নাট্যজন, দি আলাউদ্দিন সংগীতা অঙ্গনের সাবেক সাধারণ সম্পাদক আবদুল মান্নান সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তিতাস আবৃত্তি সংগঠনের উপদেষ্টা কবি আবদুর রহিম, ব্রাহ্মণবাড়িয়াস্থ আখাউড়া সমিতির সভাপতি এডভোকেট কবি হুমায়ুন কবির ভূইয়া, কবি রোদ্র মোহাম্মদ ইদ্রিস।

বক্তৃতারা সাম্যের কবি বিদ্রোহের কবি প্রেমের কবি পরিশেষে প্রাই তিন হাজর গানের শ্রষ্ঠা কাজী নজরুল ইসলামের জীবনের নানান দিক আলোকপাত করে বলেন, নজরুল ছিলেন একজন অস্প্রাদায়িক মানুষ, খেটে খাওয়া মানুষের কণ্ঠস্বর। রাজনীতিক, সম্পাদক, সাংবাদিক কবির জীবন ছিলো চির সংগ্রামী। নতুন প্রজম্মকে তাঁর জীবন থেকে শিক্ষা নেয়ার আহবান জানান উপস্থিত বক্তৃতাগন।

আবদুল মতিন শিপনের উপস্থাপনায় হুায়ুন কবিরের সভাপতিত্বে সভায় এ সময় আরো উপস্থিত ছিলেন কবি কলম সংগঠনের সহ-সভাপতি ফাহিম মুনতাসির, আদিত্ব্য কামাল, কবি কোহিনূর আক্তার প্রিয়া, কবি আজীজা সোপান প্রমুখ।