ব্রাহ্মণবাড়িয়ায় তিন হাসপাতালকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া, 2 September 2022, 173 বার পড়া হয়েছে,

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে ৩টি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিককে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে জেলা প্রশাসনের সহায়তায় এ অভিযান চালায় স্বাস্থ্য বিভাগ।

অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজ কুমার বিশ্বাস ।

দুপুরে অনিবন্ধিত বিভিন্ন ক্লিনিক ও বেসরকারি হাসপাতালে চতুর্থ দিনে অভিযান চালিয়ে শহরের কুমারশীল মোড়ে গ্রীণ ভিউ স্পেশালাইজড হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার জরিমানা, প্যাশেন্ট কেয়ার শিশু জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার, রয়েল হসপিটালস্ কে ৫০ হাজার, দি ইবনে সিনা শিশু ও জেনারেল হাসপাতালকে সিলগালা করা হয়।

এ সময় সদর উপজেলা স্বাস্থ্য অফিসের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রক) সাখাওয়াত তানভীর, মেডিকেল অফিসার (হাসপাতাল ও ক্লিনিক) আশরাফুর রহমান হিমেলসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা ও সদর থানা পুলিশ উপস্থিত ছিলেন।

জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজ কুমার বিশ্বাস বলেন, স্বাস্থ্য বিভাগের নিয়মিত অভিযানের অংশ হিসেবে শহরের বিভিন্ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।