গণমাধ্যম সমাজ জীবনের দর্পন -জাকারিয়া…
4 July 2021,
1143285 বার পড়া হয়েছে,
এই দুনিয়ার জায়গার জন্য
খাটলাম সারাবেলা
পরকালের জায়গার বেলায়
করলাম অবহেলা।
সকাল সন্ধ্যা ঘুরলাম শুধু
জমিজমার পিছে
বেলা শেষে বুঝলাম ভাই
সবই আসলে মিছে।
সৃষ্টিকর্তার আদেশ নিষেধ
মানলাম না তো কিছু
প্রবৃত্তির দাস হয়ে ঘুরলাম
শুধু তার পিছু পিছু।
সকাল শেষে সন্ধ্যাবেলায়
ডুবল যখন বেলা
বুঝতে পারলাম দিনের শেষে
সবই মোহের খেলা।
জায়গা জমি সবই রবে
কবর হবে ঠিকানা
হিসাব নিকাশ দিতে হবে
চলবে না তো বাহানা।
জায়গা জমির পিছে না ঘুরে
জমাও পারের কড়ি
দ্বীন মেনে আমল করলে স্রষ্টার
দিদার পাবে সরাসরি।